ভুয়ো অনলাইন কোর্সের ফাঁদ রয়েছে দেশজুড়ে। অনেকেই কম খরচায় বা সময়সীমা কম থাকার কারণে লোভে পড়ে সেই কোর্সে ভর্তি হয়ে যান। কিন্তু এই ধরণের কোনও কোর্সই ইউজিসির (University Grant Commision) অনুমোদিত নয়। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এমনটাই জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মূলত, ১০ দিনে বিবিএ কিংবা এমবিএ কোর্সের একাধিক বিজ্ঞাপন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়। সেগুলি যে ভুয়ো তা এবার জানিয়ে দিল ইউজিসি
ইউজিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত বিজ্ঞাপন দেখে প্রলোভনে না পড়ে। তাঁদের ওয়েবসাইটে প্রতিটি কোর্সের আসল সময়সীমা দেওয়া থাকে। ফলে কোনও সংস্থা যদি দাবি করে কম দিনের মধ্যে কোর্স করানো হবে, তাহলে সেটি ইউজিসি স্বীকৃত কোনও সংস্থা নয়। ফলে ওই সার্টিফিকেটের কোনও মূল্য নেই।
জানা যাচ্ছে, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সংস্থাগুলি ইউজিসির কাছ থেকে অনুমোদন না নিয়ে কোর্স চালু করছে। এতে পড়ুয়াদের ভবিষ্যত নষ্ট হবে বলেই অনলাইন কোর্সগুলির ওপর ভবিষ্যতে আরও কড়া নিয়ম আনতে চলেছে। সূত্রের খবর, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আগামীদিনে একাধিক বদল আসতে চলেছে।