3004 imd kolkata forecast (Photo Credit: X@ImdKolkata)

অক্ষয় তৃতীয়াতে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সূত্রের খবর, বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের জোড়া চাপে অক্ষয় তৃতীয়ায় বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে রাজ্যে, যার জেরে দফায় দফায় কালবৈশাখী ও প্রাক-বর্ষার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে যেমন স্বস্তি মিলবে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা থেকে, অন্যদিকে বজ্রঝড় ও ভারী বৃষ্টিতে জনজীবনে বিঘ্ন ঘটতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

 

আবহাওয়া কেমন থাকবে আজকের দিনেঃ

আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি হয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সন্ধের দিকে ঝড়ের সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও কোথাও। অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার আবার কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও হতে পারে কোথাও কোথাও।

ঝড়-জলের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। বুধবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা অর্থাৎ দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও। আপাতত হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।