জয়পুর, ২৮ জুন: উদয়পুরে (Udaipur) কানাইয়ালাল হত্যার ঘটনায় পাকিস্তানি (Pakistan) স্লিপার সেলের হাত রয়েছে। গোয়েন্দা সংস্থার তরফে এমনই খবর মিলছে বলে দাবি ইন্ডিয়া টুডের। যা নিয়ে ফের একদফা শোরগোল শুরু হয়েছে। উদয়পুরের টেলার কানাইয়ালালকে সম্প্রতি শিরচ্ছেদ করা হয়। কানাইয়ালালকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ইতিমধ্য়েই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কানাইয়ালালের হত্যার ঘটনায় কমপক্ষে ১০ জন জড়িত বলে খবর মিলছে।
উদয়পুরের মালদাস স্ট্রিটে কানাইয়ালালকে হত্যার পর অভিযুক্তরা সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দেয় বলে অভিযোগ। নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন রাজস্থানের মন্ত্রী।
রাজস্থানের মন্ত্রী প্রতাপ সিং জানান, কানাইয়ালালের হত্যার ঘটনায় যারা যুক্ত, আগামী ৪ দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। শিগগিরই অভিযুক্তদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন রাজস্থানের মন্ত্রী।