Photo: PTI

তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি (Nilgiris) জেলার আভালানচে বনাঞ্চলে (Avalanche forest) দুটি বাঘিনীর (tigresses) রহস্য মৃত্যুর (mysterious death) ঘটনায় উত্তেজনা ছড়াল। শনিবার এই ঘটনা ঘটার পর বন দফতরের আধিকারিরা তদন্ত শুরু করেছেন।

এপ্রসঙ্গে একজন সিনিয়র বন আধিকারিক জানান, আভালানচে বাঁধের কাছে একটি বাঘিনীর মৃতদেহ উদ্ধার হয় আরও একটি বাঘিনীর দেহ পাওয়া যায় একটু দূরে। কুন্ডা ব্লকের এমারেল্ড গ্রামের বাসিন্দারা ওই দুটি বাঘিনীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও বন দফতরকে খবর দেন। ময়নাতদন্তের পর ওই বাঘিনীদের মৃত্যুর কারণ জানা সম্ভব হবে। আরও পড়ুন: Emmanuel Macron: 'বিশ্ব একই পরিবার', মোদির সঙ্গে আলিঙ্গনের ছবি পোস্ট করে টুইট ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর

দেখুন ভিডিয়ো: