
ঋষিকেশ, ৩১ মেঃ উত্তরাখণ্ডের (Uttarakhand) ঋষিকেশে (Rishikesh) গঙ্গা নদীতে (Ganga River) স্নান করতে নেমে ভেসে গেলেন দুই তরুণী। শুক্রবার সন্ধ্যায় গঙ্গায় স্নান করতে নেমেছিলেন তিন বন্ধু। গভীর স্রোতের টানে জলের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলেন তাঁরা। তিনজনই ভেসে যান। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধারে তৎপর হন সকলে মিলে। স্থানীয়রা কোনমতে একজনকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যবশত বাকি দুজনকে তাঁরা জল থেকে তুলতে ব্যর্থ হন।
এরপরেই ভেসে যাওয়া দুই তরুণীকে খোঁজার জন্যে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (SDFR) মোতায়েন করা হয় স্থানীয় প্রশাসনের তরফে। কিন্তু রাত পর্যন্ত উদ্ধার অভিযান চললেও দুজনের কারুর সন্ধান মেলেনি। শনিবার সকালে অবশেষ দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শুক্রবার সন্ধ্যায় IDPL শ্মশানের কাছে ওই তিন তরুণী তীব্র স্রোতের মধ্যেই গঙ্গায় স্নান করতে নেমেছিলেন। আর সেই সময়েই অঘটনটি ঘটে। তিনজনই নেপালি বংশোদ্ভূত ছিলেন। নিহত দুই তরুণীর পরিবারে গভীর শোকের ছায়া নেমেছে। থমথমে গোটা এলাকা।