Representational Image (Photo: IANS)

ইটানগর, ২ এপ্রিল: মাস তিনেক আগে নাগাল্যান্ডের (Nagaland) মন জেলায় জঙ্গি সন্দেহে ভুল করে গুলি করে কয়েকজন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে সেনা। এবার একই রকমের ঘটনা ঘটল অরুনাচল প্রদেশে (Arunachal Pradesh)। তবে এখানে কেউ নিহত হয়নি, জখম হয়েছে। তিরাপ জেলায় নিরাপত্তা বাহিনীর (Security Personnel) গুলিতে দুই নিরীহ গ্রামবাসী আহত হয়েছেন। তাঁদের ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ ও হাসপাতালে (Assam Medical College and Hospital) ভর্তি করা হয়েছে।

জেলার এক আধিকারিক বলেছেন যে নিরাপত্তা কর্মীরা তিরাপ জেলার হোলাম এবং খোয়াথং এলাকার মধ্যে অভিযানে নামে। ক্রবার সন্ধ্যায় মাছ ধরে বাড়ি ফিরছিলেন নকফুয়া ওয়াংপান এবং রামওয়াং ওয়াংসু। তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বাহিনী। ভুল পরিচয়ের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন যে নকফুয়া ও রামওয়াংয়ের পায়ে ও হাতে গুলি লেগেছে। তাঁরা এখন বিপদ মুক্ত।