গোয়ালিয়র, ২৩ মার্চ: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনার কবলে মধ্যপ্রদেশের গোয়ালিয়র (Gwalior)। এর জেরে প্রাণ গেল ১৩ জনের। মৃতদের মধ্যে ১২ জন মহিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। আর একজন পুরুষ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার কাজ সেরে তাঁরা একটি অটোরিকশায় চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় মোরেনার দিকে যাচ্ছিল বাসটি। এই সময়ই যাত্রী বোঝাই অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গোয়ালিয়রের পুরানি ছাওয়ানি এলাকায়। ঘটনাস্থলেই আটজনের প্রাণহানি ঘটে। বাকিদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। এদিকে ঘাতক বাসের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মর্মান্তিক পথ দুর্ঘটনার খবরে টুইটে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাস সিং চৌহান। আরও পড়ুন-US Mass Shooting: মার্কিন মুলুকে বন্দুকবাজের হামালায় হত ১০
এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পথ মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেছেন। তিনি বলেন, “শোকাহত পরিবারগুলির পাশে আছি। তাঁরা যেন নিজেদের একা না ভাবেন। আমরা তাঁদের পাশে আছি। রাজ্য সরকার মৃত ব্যক্তিদের পরিবারকে চার লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে।”