নতুন দিল্লি, ৫ অগাস্ট: রাষ্ট্রপতি নির্বাচনের মত উপরাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধী জোট প্রার্থীকেই সমর্থন করছে তেলেঙ্গানার শাসক দল টিআরএস। কেসি রাও-এর দল টিআরএস আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন জানার কথা ঘোষণা করল। মার্গারেট আলভাকে সমর্থন জানিয়েছে দেশের দুই রাজ্যের শাসক দল দিল্লির আম আদমি পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।
যেখানে রাষ্ট্রপতি নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তফসিলি প্রার্থী হওয়ায় এনডিএ-র দ্রৌপদী মুর্মু-কে সমর্থন জানিয়েছিল। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের প্রধান বিরোধী দল টিডিপি, উত্তরপ্রদেশের বিএসপি সমর্থন করছে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়-কে। আরও পড়ুন-সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বদলি ৫ পুলিশ কর্মী! কোথায় ঘটল এই ঘটনা?
দেখুন টুইট
Telangana Rashtra Samithi (TRS) announces support for opposition candidate Margaret Alva for the vice-Presidential election pic.twitter.com/KG8zGVtdZq
— ANI (@ANI) August 5, 2022
সংসদে টিআরএস-র মোট ১৬জন সাংসদ আছে। তৃণমূল ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়ায় উপরাষ্ট্রপতি নির্বাচনে অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। তৃণমূলের অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলেই উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করেছে কংগ্রেস। মার্গারেট আলভা নিজে অনেক চেষ্টা করলেও তৃণমূলের সমর্থন জোগাড় করতে পারেননি। আগামিকাল, শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি এনডিএ-র জগদীপ ধনখড় ও বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা।