মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট শুক্রবারই পেশ করা হবে। নগদ বিনিময় মামলার প্রেক্ষিতে আজই লোকসভায় পেশ করা হবে এথিক্স কমিটির রিপোর্ট। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লোকসভায় প্রবেশের সময় তাঁকে ঘিরে ধরে সংবাদমাধ্যম। এথিক্স কমিটির রিপোর্ট পেশ নিয়ে প্রশ্ন করা হলে মহুয়া মৈত্র বলেন, 'মা দুর্গা এসে গিয়েছেন, এবার দেখা যাবে'। এরপর নজরুলের কবিতার পংক্তি উদ্ধৃত করে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, 'ওঁরা বস্ত্রহরণ শুরু করেছেন, এবার দেখা যাবে মহাভারতের যুদ্ধ।'
আরও পড়ুন: Mahua Moitra: মহুয়ার আইফোন হ্যাকের চেষ্টা, কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ তৃণমূল সাংসদের
শুনুন কী বললেন তৃমমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ...
#WATCH | TMC MP Mahua Moitra says, "Maa Durga aa gayi hai, ab dekhenge...Jab naash manuj par chhata hai, pehle vivek mar jaata hai. They have started 'vastraharan' and now you will watch 'Mahabharat ka rann'."
Ethics Panel report on her to be tabled in Lok Sabha today. pic.twitter.com/r28o2ABVbB
— ANI (@ANI) December 8, 2023