Photo Credits: ANI

নয়াদিল্লি: গোরু পাচার মামলায় (Cattle smuggling case) বীরভূমের বাহুবলী তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে (TMC leader Anubrata Mondal) ফের ১১ দিনের জন্য ইডি হেফাজতে (ED remand) পাঠাল দিল্লির আদালত (Delhi Court)।

অনেক টালবাহানার পর দোলের দিন অনুব্রত মণ্ডলকে কলকাতা থেকে দিল্লি উড়িয়ে নিয়ে গেছিলেন ইডি তদন্তকারীরা। এরপর বিচারক তাঁকে তিন দিনের জন্য ইডি হেফাজতে পাঠান। শুক্রবার সেই মেয়াদ শেষ হওয়ার পর ফের তাঁকে আদালতে তোলা হয়েছিল।

ইডির আইনজীবীরা ফের ওই তৃণমূল নেতাকে জেরার করার জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানান। তার ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে ১১ দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক। আরও পড়ুন: Mob Lynching in Bihar: গোরু মাংস নিয়ে যাওয়ার অভিযোগে ব্যক্তিকে পিটিয়ে খুন, বিহারে ধৃত ৩