Tilak Entry Gate (Photo Credit: X@ANI)

অযোধ্যার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে দীপাবলি উৎসবের আগেই  ‘তিলক প্রবেশদ্বার’ নামে একটি নতুন বিশাল প্রবেশ দ্বার তৈরি করছে যোগী আদিত্যনাথ সরকার। পঞ্চকোশি পরিক্রমা মার্গে হনুমান গুফার কাছে এই গেট বানানো হচ্ছে। অযোধ্যা ডেভলপমেন্ট অথরিটি্র সৌজন্যে এই প্রকল্পের কাজ চলছে, যার নির্মাণ খরচ প্রায় ১.৮৯ কোটি টাকা। শারদ নবরাত্রির পরেই আসবে দীপাবলী উৎসব, সেই সময়ই উদ্বোধন হবে এই দ্বারের।

'তিলক প্রবেশ দ্বার' নির্মাণ সম্পর্কে কারিগর দিবাকর বলেন, "...এই দ্বারটিতে ২৯০টি প্রদীপ রয়েছে, যা দীপাবলিতে আলোকিত হবে...এটিকে 'তিলক দ্বার' বলা হবে। এটি নির্মাণে ৩ থেকে ৪ মাস সময় লেগেছে...এর বিশেষত্ব হল এটি ১০০ বছর স্থায়ী হবে এবং এটি জলরোধী এবং অগ্নিরোধী..."

 

সন্ত দিবাকর আচার্য বলেন, "এটা অত্যন্ত আনন্দের বিষয়... অযোধ্যাকে ত্রেতা যুগের সমসাময়িক করে তোলার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচেষ্টার এটি ঐশ্বরিক এবং মহৎ রূপ..."

 

এই প্রবেশদ্বারটি অযোধ্যার আধ্যাত্মিক ঐতিহ্য, ধর্মীয় মহিমা ও সাংস্কৃতিক গর্বের প্রতীক হয়ে দেখা দেবে বলেই মনে করছেন রাজ্যবাসী। পঞ্চকোশি পরিক্রমা-তে আসা ভক্তদের জন্য এটি একটি বাড়তি আকর্ষণ হতে চলেছে। গেটটির নকশা প্রাচীন মন্দিরের স্থাপত্য ও আধুনিক প্রযুক্তির মিশ্রণে তৈরি হচ্ছে। এখানে রামায়ণ-যুগের বিভিন্ন প্রতীক ও ঐতিহ্যবাহী কারুকার্য দেখা যাবে।