
গগনযানের কথা ঘোষণা হতেই দেশবাসীর মধ্যে আলাদা কৌতুহল সৃষ্টি হয়েছে। কীভাবে এই অভিযান করতে চলেছে, যাঁরা মহাকাশে পাড়ি দেবেন তাঁরা যাবেন কবে? এই সমস্ত প্রশ্ন রয়েছে অনেকের মনেই। কারণ এই প্রথম মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। এই সব বিষয় নিয়ে দেশবাসীর মনে কৌতুহলের অন্ত নেই। বৃহস্পতিবার কলকাতায় এসেছেন ইসরোর (Indian Space Research Organisation) চেয়ারম্যান ভি নারায়ণন। সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে গগনযান সহ ইসরোর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করোন তিনি।
গগনযানের জন্য এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ
ইসরো প্রধান জানান, “এই বছরটি গগনযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গগনযানের মাধ্যমে মানুষ পাঠানোর আগে আমরা তিনটি মানববিহীন অভিযান করব। যার মধ্যে একটি অভিযান হওয়ার কথা এই বছরেই। এই অভিযানের আগে এথনও পর্যন্ত আজকের তারিখ অনুযায়ী ৭ হাজার ২০০টি বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে। এখনও আরও ৩ হাজার অভিযান বাকি রয়েছে। ২৪ ঘন্টায় নিয়মিত পরীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরে যে মানবহীন অভিযান করব, সেটা যেন সম্পূর্ণ নির্ভুলভাবে হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য”।
দেখুন ভি নারায়ণনের বক্তব্য
#WATCH | Kolkata: ISRO Chief V Narayanan says, "This year is a very important year for us. We have declared it Gaganyaan year. Before sending the humans, we have planned three uncrewed missions and the first uncrewed mission is planned this year... Till date, more than 7200 tests… pic.twitter.com/gxiZiBFZ3u
— ANI (@ANI) May 22, 2025
গগনযানের চুড়ান্ত অভিযান হবে ২০২৭-এ
ভি নারায়ণন আরও বলেন, “এই অভিযান সফল হলে আরও দুটি মানবহীন অভিযান হবে। তারপরেই আগামী ২০২৭ সালের মধ্যে গগনযানের মাধ্যমে মানুষ মহাকাশে পাড়ি দেবে। এই অভিযানের আগে চলতি বছর যে মানবহীন অভিযান হবে, সেখানে ব্যোমমিত্রা নামে একটি রবোট পাড়ি দেবে। কারণ এই অভিযানে সফট ল্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তার আগে মানবহীন অভিযান করে এই জায়গায় নির্ভুল হতে চাইছে ইসরো”।