বেঙ্গালুরু, ১০ এপ্রিল: কর্ণাটকে তৃতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। দিল্লি ও পঞ্জাবের ক্ষমতাসীন অরবিন্দ কেজরিওয়ালের দল কর্ণাটকে তৃতীয় দফায় ২৮ কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল। সব কেন্দ্রেই আপের প্রার্থীরা প্রথমবার ভোটে দাঁড়াচ্ছেন। প্রথম দুটি দফায় রাজ্যের ১৪০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল কেজরির দল। তার মানে কর্ণাটকের ২২৪টি-র মধ্যে ১৬৭টি-তে প্রার্থী দিল আপ। আগামী ১০ মে এক দফায় ভোটগ্রহণের আগে আপ আগামী দিনে আরও প্রার্থীদের নাম ঘোষণা করে কি না সেটা দেখার।
দিল্লির মডেলে লড়ে পঞ্জাবে সফল হলেও গোয়া থেকে উত্তরাখণ্ড, গুজরাট, হিমাচল প্রদেশের বিধানসভা ভোটে লড়ে সাফল্য পায়নি আপ। বরং বিজেপিকে সুবিধা করে শুধু কংগ্রেসের ভোট ব্যাঙ্কে থাবা বসানোর অভিযোগ উঠেছে আপের বিরুদ্ধে। আরও পড়ুন-এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস
কর্ণাটক বিধানসভা নির্বাচন যত কাছে আসছে তত রাজ্যে লড়াইটা সরাসরি বিজেপি ও কংগ্রেসের মধ্যে হয়ে যাচ্ছে। জেডি (এস)ও কিছু কোণঠাসা। এমন সময় তৃতীয় দফার প্রার্থী ঘোষণার সময় আপ নেতারা বোঝালেন রাজ্যবাসী কেন তাদের ভোট দেবেন। রাজ্যে আপ ক্ষমতায় এলে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুত, দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষকদের ঋণ মুকুব, বিনামূল্য স্কুল-কলেজ শিক্ষা, বেকার ভাতা, বিনামূল্যে চিকিতসা সহ ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে আপ।