নতুন দিল্লি, ১০ এপ্রিল: ভরা গ্রীষ্মে বর্ষা নিয়ে খারাপ খবর। চলতি বছর বর্ষার মরসুমে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস দিল বিশ্বজুড়ে আবহাওয়া নিয়ে পূর্বাভাস ও তথ্য দেওয়া সংস্থা স্কাইমেট ওয়েদার (Skymet weather)।
চলতি বছর বর্ষায় ভারতে স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্কাইমেট। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চলা বর্ষার মরসুমে দেশে ৮৬৮.৫৫ মিলিমিচার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্কাইমেট। দীর্ঘকালীন সময়ে গড়ে স্বাভাবিকের কাছাকাছি ৯০ থেকে ৯৫ শতাংশ বৃষ্টি হতে পারে। এই পূর্বাভাসে ৫ শতাংশ ভুলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্কাইমেট। আরও পড়ুন-নয়া প্রজাতির হানা? বাড়ন্ত কোভিড নিয়ে কী বলল IMA
দেখুন টুইট
Monsoon 2023 Forecast: Upcoming Rainy Season in India To Be ‘Below Normal’ This Year, Says Skymet #Monsoon2023 #Monsoon #WeatherUpdate #WeatherForecast https://t.co/3cvnMcwpMv
— LatestLY (@latestly) April 10, 2023
জুলাই এবং অগাস্টে গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে বৃষ্টির ঘাটতি দেখা যেতে পারে। পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানে বর্ষার মরসুমের দ্বিতীয় ভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এবার এল নিনো, আইওডি-র মত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকায় বর্ষায় দেশজুড়ে বৃষ্টিপাত কোথাও বেশী, কোথাও কম হবে।