ফের পাঞ্জাবে নাশকতার ছক কষছে খালসাপন্থী জঙ্গিরা। শনিবার অমৃতসরে (Amritsar) তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে গ্রেফতার করা হল এক ব্যক্তিকেও। ধৃত ওমকার সিং বব্বর খালসা জঙ্গি গোষ্ঠীর নেতার হরবিন্দর রিন্দা ঘনিষ্ঠ। তাঁকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই বন্দুকগুলি পাঞ্জাবের বিভিন্ন এলাকায় পাচার করার পরিকল্পনা ছিল ওমকারের। ফলে কাদের বন্দুকগুলি পাচার করা হত এবং নাশকতার কোনও পরিকল্পনা ছিল কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
সীমান্ত এলাকায় পাচার হচ্ছে আগ্নেয়াস্ত্র
পুলিশসূত্রে খবর, কয়েকদিন আগেই এই বন্দুকগুলি ড্রোনের মাধ্যমে সীমান্ত এলাকায় পাচার করা হয়েছিল। অমৃতসর গ্রামীণ এলাকার ধানোয়া গ্রামের বাসিন্দা ধরম সিং ওরফে ধরম সান্ধু ৬টি বন্দুক, সঙ্গে ৬ ম্যাগজিন সংগ্রহ করে ওমকারের হাতে তুলে দিয়েছিল। আর ওমকারের কাজ ছিল এই আগ্নেয়াস্ত্রগুলি বিভিন্ন এলাকায় পাচার করা। এই ধরম সিংও হরবিন্দরের ঘনিষ্ঠ ছিল বলে জানা যাচ্ছে। বর্তমানে এই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আগেও গ্রেফতার হয়েছে ব্বর খালসার জঙ্গি
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেও বব্বর খালসা মডিউলের দুই সক্রিয় সন্ত্রাসবাদী করজপ্রীত সিং এবং গুরলাল সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের থেরককেও উদ্ধার হয় বিপুল পরিমাণের অস্ত্র। দফায় দফায় পাঞ্জাবে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পাঞ্জাব প্রশাসন।