নয়াদিল্লিঃ পড়তে গিয়েও নিরাপদ নয় ছাত্রীরা(Students)? এবার গৃহশিক্ষিকের লালসার শিকার নাবালিকা ছাত্রী (Minor Student) ফাঁকা ফ্ল্যাটে ছাত্রীর উপর নির্মম অত্যাচার, ধর্ষণ(Rape) ঘটনার বছর পর দোষী সাব্যস্ত গৃহশিক্ষক অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে বছর আগে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে গৃহশিক্ষকের বিরুদ্ধে রাজেন্দ্রনগর মণ্ডলের বাসিন্দা ছিল নির্যাতিতা পরিবারের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকত সে সেই ফ্ল্যাটেই থাকত অভিযুক্ত তার কাছেই প্রতি সন্ধ্যায় পড়তে যেত ওই নাবালিকা

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার গৃহশিক্ষক

অভিযোগ, পড়া হয়ে গেলে অন্যান্য ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে কিশোরীর উপর অত্যাচার চালাত সে ভয়ে প্রথমে কাউকে কিছু না বলতে পারলেও পরে সমস্তটা মাকে খুলে বলে নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হয় পরিবার দীরঘ্ বছর বিচারাধীন ছিল এই মামলা অবশেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ আদালতের এছাড়া নির্যাতিতাকে লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে

ফাঁকা ফ্ল্যাটে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, ১২ বছরের কারাদণ্ডের সাজা পেল গৃহশিক্ষক