Telangana: হোম কোয়ারান্টাইনে না থেকে মহাধুমধামে বিয়ে ফ্রান্স ফেরত যুবকের, নিমন্ত্রিতের সংখ্যা হাজার!

ফ্রান্স থেকে ফিরে ১৪ দিনের জন্য হোম কোয়ারান্টাইনে (self-quarantine) থাকার কথা। তা না করে ধুমধাম করে বিয়ে করলেন এক যুবক। সেই বিয়েতে আবার পাতপেড়ে খেলেন হাজারখানেক নিমন্ত্রিত। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার (Telangana) ওয়ারঙ্গলে (Warangal)। দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য জোর সমালোচনার মুখে পড়েছেন নতুন দম্পতি। জানা গেছে, ১২ মার্চ এক বন্ধুকে নিয়ে ফ্রান্স থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই যুবক। তাঁদের উভয়কেই হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। কমপক্ষে ১৪ দিনের আইসোলেশনে থাকার কথা তাঁদের। যদিও সেসব না মেনে ওই যুবক ওয়ারঙ্গল গিয়ে মহাধুমধামে বিয়ে করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বরকে আবারও হোম আইসালশনে পাঠানো হয়েছে। শুক্রবার নির্ধারিত বৌভাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

Telangana: হোম কোয়ারান্টাইনে না থেকে মহাধুমধামে বিয়ে ফ্রান্স ফেরত যুবকের, নিমন্ত্রিতের সংখ্যা হাজার!

ফ্রান্স থেকে ফিরে ১৪ দিনের জন্য হোম কোয়ারান্টাইনে (self-quarantine) থাকার কথা। তা না করে ধুমধাম করে বিয়ে করলেন এক যুবক। সেই বিয়েতে আবার পাতপেড়ে খেলেন হাজারখানেক নিমন্ত্রিত। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার (Telangana) ওয়ারঙ্গলে (Warangal)। দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য জোর সমালোচনার মুখে পড়েছেন নতুন দম্পতি। জানা গেছে, ১২ মার্চ এক বন্ধুকে নিয়ে ফ্রান্স থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই যুবক। তাঁদের উভয়কেই হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। কমপক্ষে ১৪ দিনের আইসোলেশনে থাকার কথা তাঁদের। যদিও সেসব না মেনে ওই যুবক ওয়ারঙ্গল গিয়ে মহাধুমধামে বিয়ে করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বরকে আবারও হোম আইসালশনে পাঠানো হয়েছে। শুক্রবার নির্ধারিত বৌভাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

দেশ Sanjoy Patra|
Telangana: হোম কোয়ারান্টাইনে না থেকে মহাধুমধামে বিয়ে ফ্রান্স ফেরত যুবকের, নিমন্ত্রিতের সংখ্যা হাজার!
বিয়ে(Photo Credits: unsplash.com)

হায়দরাবাদ, ২১ মার্চ: ফ্রান্স থেকে ফিরে ১৪ দিনের জন্য হোম কোয়ারান্টাইনে (self-quarantine) থাকার কথা। তা না করে ধুমধাম করে বিয়ে করলেন এক যুবক। সেই বিয়েতে আবার পাতপেড়ে খেলেন হাজারখানেক নিমন্ত্রিত। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার (Telangana) ওয়ারঙ্গলে (Warangal)। দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য জোর সমালোচনার মুখে পড়েছেন নতুন দম্পতি। জানা গেছে, ১২ মার্চ এক বন্ধুকে নিয়ে ফ্রান্স থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই যুবক। তাঁদের উভয়কেই হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। কমপক্ষে ১৪ দিনের আইসোলেশনে থাকার কথা তাঁদের। যদিও সেসব না মেনে ওই যুবক ওয়ারঙ্গল গিয়ে মহাধুমধামে বিয়ে করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই বরকে আবারও হোম আইসালশনে পাঠানো হয়েছে। শুক্রবার নির্ধারিত বৌভাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বিয়েতে যোগ দেওয়া এক ব্যক্তি বলেন, বিয়ে ভালোভাবেই মিটেছে। যদিও বরপক্ষ কোনও সতর্কতা অনুসরণ করেনি। একজন সাংবাদিক যখন বিয়ের বিষয়ে টুইট করেন তখন রাজ্য প্রশাসনের টনক নড়ে। এরপরই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিবাহ বা অন্যান্য বড় অনুষ্ঠানের জন্য হল বুকিং করায় স্থগিতাদশ জারি করেছেন। আরও পড়ুন: Coronavirus Cases in India: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৮; গায়িকা কণিকা কাপুরের সংস্পর্শে থাকায় স্ববিচ্ছিন্নতার পথে হাঁটলেন বিজেপির বিধায়করা

তেলাঙ্গানাতে এখনও পর্যন্ত করোনাভাইরাসে ১৯জন আক্রান্ত হয়েছে। তাদর মধ্যে ১১ জন বিদেশি নাগরিক। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিদেশ থেকে আসা প্রত্যেককে ১৪ দিনের জন্য হোম আইসোলেশনে যেতে বলা হয়েছে।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change