করোনাভাইরাস আতঙ্ক (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২১ মার্চ: ভারতে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫৮। ২৫৮ জনের শরীরে করোনভাইরাস থাকলেও , ২৩১ জনের মধ্যে তা সক্রিয় রয়েছে। প্রায় ২২ জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। বলিউড সংগীতশিল্পী কণিকা কাপুর (Kanika Kapoor) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যেখানে বিজেপি সাংসদ দুশ্যান্ত সিং উপস্থিত ছিলেন। বৈঠকের পরে তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজন সংসদ সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে। কণিকা কাপুরের গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সম্প্রতি তিনি লন্ডন থেকে ফিরেছিলেন। লখনউতে একটি পার্টিতেও যোগ দিয়েছিলেন তিনি। গায়িকা কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হবার অনুযায়ী মুম্বইতে মোট ৫২ জন আক্রান্ত, মৃতের সংখ্যা ১। কেরালায় আক্রান্তের সংখ্যা ৪০, তিনজন সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ২৬ ও একজন বিদেশী। উত্তরপ্রদেশে ২৪ জন আক্রান্ত এবং একজন বিদেশী। হরিয়ানাতে ১৭ জন আক্রান্ত যাদের মধ্যে ১৪ জনই বিদেশী। আরও পড়ুন, বলিউডে থাবা করোনাভাইরাসের, আক্রান্ত গায়িকা কনিকা কাপুর

কর্নাটকে আক্রান্তের সংখ্যা ১৫। লাদাখে বেড়ে দাঁড়িয়েছে ১৩ ও জম্মু কাশ্মীরে ৪। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে তেলেঙ্গানাতেও। এখানে প্রায় ১৯ জন আক্রান্ত যার মধ্যে ১১ জনই বিদেশী। বাদ যায়নি গুজরাতও। সেখানে আক্রান্তের সংখ্যা ৭। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরাখণ্ডে করোনায় আক্রান্তের ৩ জন করে আক্রান্ত। ওডিশা, পাঞ্জাবে আক্রান্তের সংখ্যা দুই এবং পশ্চিমবঙ্গে বেড়ে হল ৩। ছত্তিসগড়, চন্ডিগড় ও পন্ডিচেরিতে ১ জন করে আক্রান্ত।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কনিকা কাপুরের কড়া সমালোচনা করেছেন চিত্র পরিচালক অশোক পন্ডিত (Ashoke Pandit)। গায়িকার দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন,"আপনার লজ্জা পাওয়া উচিত। লন্ডন থেকে ফেরার পর পাঁচতারা হোটেলে পার্টিতে গেছেন, সেখানে অন্তত একশো জনের সংস্পর্শে আসার পরে কর্তৃপক্ষের কাছ থেকে সব লুকিয়েছেন। এখন আপনি আক্রান্ত। আপনার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য অন্যদের জীবনকেও বিপদে ফেলেছেন।