
নয়াদিল্লিঃ সম্প্রতি বিহারের (Bihar) রাজনীতিতে ফের উঠে আসে যাদব পরিবারের দ্বন্দ্ব। বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে রাষ্ট্রীয় জনতা দল(RJD) থেকে বহিষ্কার করেন লালু প্রসাদ যাদব (Laluprasad Yadav)। সেই সঙ্গে ছেলের সঙ্গে পারিবারিক সম্পর্কও ছিন্ন করেছেন তিনি। পরিবারের এই টানাপড়েনের মাঝেই খুশির খবর। দাদু হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছোট ছেলে তেজস্বী যাদব এবং তাঁর স্ত্রী রাজশ্রীর কোল আলো করে এল আক ফুটফুটে পুত্র সন্তান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় শিশুর। এই নিয়ে দ্বিতীয়বার বাবা হলেন তেওস্বী। আজ, ২৭ মে সকালবেলা এই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
বাবা হলেন তেজস্বী যাদব, ফুটফুটে শিশুর ছবি শেয়ার সোশ্যাল মিডিয়ায়
এদিন সদ্যজাতর একটি ছবি শেয়ার করে আরজেডি নেতা লেখেন, "শুভ সকাল। অবশেষে অপেক্ষার অবসান। অনেক আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। পুত্র সন্তানের জন্ম হয়েছে। জয় হনুমান।" উল্লেখ্য, ২০২৩ সালে প্রথম বাবা হওয়ার স্বাদ পান তেঁজস্বী। সেই বছর নবরাত্রির সময় কন্যাসন্তানের জন্ম দেন স্ত্রী রাজশ্রী। কন্যার নাম কাত্যায়নী। অন্যদিকে, সম্প্রতি বড় ছেলে তেজপ্রতাপকে বহিষ্কার করা নিয়ে আরজেডির অন্দরে শুরু হয়েছে জলঘোলা। কেন বহিষ্কার করা হল তেজকে? এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লালু লেখেন, "ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধকে অবহেলা করলে, সামাজিক ন্যায়ের সার্বিক লড়াইটাও দুর্বল হয়ে পড়ে। আমার জ্য়েষ্ঠপুত্রের গতিবিধি, আচরণ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ আমাদের পারিবারিক মূল্যবোধ ও সংস্কৃতির পরিপন্থী। তাই ওকে পরিবার ও দল থেকে বহিষ্কার করলাম। এখন থেকে পরিবার এবং দলে ওর কোনও ভূমিকা থাকবে না। ছ’বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল তাকে।"
দাদু হলেন লালু প্রসাদ, ছেলে না মেয়ে? যাদবদের ঘরে এল কে?
Tejashwi Yadav, Wife Rajshree, Blessed With a Baby Boy; RJD Leader Shares First Pic With Newborn Son#TejashwiYadav #RajshreeYadav #RJD #Bihar@yadavtejashwi
— LatestLY (@latestly) May 27, 2025
Read: https://t.co/LLH47GKWho
— LatestLY (@latestly) May 27, 2025