Nikita Sharma, Manav Sharma (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: টিসিএসের (TCS) ম্যানেজার মানব শর্মা (Manav Sharma) আত্মহত্যার (Suicide) ঘটনায় ফের জোরদার চর্চা শুরু হয়েছে। বহুজাতিক সংস্থার কর্মী মানব আত্মহত্যার আগে শেষ ভিডিয়ো পোস্ট করেন। যেখানে তিনি তাঁর মৃত্যুর জন্য স্ত্রী নিকিতা শর্মাকে (Nikita Sharma) দায়ি করেন। এমনকী মহিলাদের জন্য দেশের আইন রয়েছে কিন্তু পুরুষের জন্য নেই। পুুরুষদের জন্যও এবার দেশের আইন হওয়া জরুরি বলে নিজের ভিডিয়োয় দাবি করেন মানব শর্মা। সেই সঙ্গে তাঁর স্ত্রী নিকিতা পরকীয়ায় জড়িত বলেও মৃত্যুর আগে দাবি করেন টিসিএসের ম্যানেজার।

আরও পড়ুন: ‘The Law Needs To Protect Men’: 'পুরুষদের রক্ষা করতেও আইন হোক', 'পরকীয়ায় মত্ত' স্ত্রীর হেনস্থায় নিজের জীবন শেষ করলেন টিসিএস কর্মী, দাবি শেষ ভিডিয়োয়

মানব শর্মার মৃত্যু হয় গত ২৪ ফেব্রুয়ারি। ওই ঘটনার পর মানবের পরিবারের তরফে নিকিতার বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। যা নিয়ে জোর তোলপাড় শুরু হলে নিকিতার ভিডিয়ো সামনে আসে।

যেখানে নিকিতা শর্মা দাবি করেন, তাঁর কথাও কেউ শুনুন। সবাই একতরফে মানবের হয়ে কথা বলছেন। মানব মদের নেশায় চুর হয়ে তাঁকে মারধর করতেন বলে পালটা দাবি নিকিতার। এর আগেও মানব বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। প্রত্যেকবার তিনি স্বামীকে বাঁচান। এবার আর পারেননি। তবে চেষ্টা করেছিলেন।

নিকিতার কথাও যাতে একবার শোনা হয়, সে বিষয়েও তিনি আবেদন করেন...

 

নিকিতার কথায়, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে মানবের মানসিক পরিস্থিতি নিয়ে তিনি ননদকে জানান। এমনকী হোয়াটস অ্যাপে মেসেজও করেন। কিন্তু মানবের দিদি তাঁর কোনও কথাই শোনেনি। এমনকী তাঁর ভাই কিছু করবেন না। তাই নিকিতা নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ুন বলে মানবের দিদি তাঁকে আশ্বাস দেন।

মানবের আত্মহত্যার আগে নিকিতা যে একাধিকবার তাঁর ননদকে হোয়াটস অ্যাপে সবকিছু জানান, সেই তথ্যও তিনি প্রকাশ্যে তুলে ধরেন।

দেখুন নিকিতা শর্মার প্রকাশ করা তথ্য...

 

'আমার কথা কেউ শুনুন, নেশায় চুর হয়ে মারধর করতেন মানব' টিসিএস কর্মীর আত্মহত্যার পর নয়া ভিডিয়ো প্রকাশ করে দাবি স্ত্রী নিকিতার, দেখুন