TCS Manager Hangs Himself (Photo Credit: X/Screengrab)

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে আত্মহত্যা করলেন টিসিএসের (TCS) ম্যানেজার মানব শর্মা নামে এক ব্যক্তি। আগ্রার বাসিন্দা মানব শর্মা নিজের বাড়িতে আত্মহত্যা করেন বলে জানা যায়। আত্মহত্যার (Suicide) আগে মানব একটি ভিডিয়ো করেন। যেখানে তিনি স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। এমনকী তাঁর স্ত্রীর (Wife) অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন মানব। পাশাপাশি আইন কেন পুরুষের পক্ষে নয়। সর্বত্র আইন মহিলাদের পক্ষে বলেই পুরুষরা বিচার পান না। তাই এবার পুরুষদের নিয়েও কথা হোক। তাঁদের কথাও কেউ ভাবুন বলে নিজের ভিডিয়োতে বলতে শোনা যায় ওই বহুজাতিক সংস্থার পদস্থ আধিকারিককে। স্ত্রীর প্রতি তিনি বিরক্ত হয়ে গিয়েছেন। কিন্তু তাঁর কথা সোনার মানুষ নেই। সেই কারণেই তিনি এই পদক্ষেপ করছেন বলে দাবি করেন মানব।

আত্মহত্যার আগে নিজের শেষ ভিডিয়োতে কাঁদতেও দেখা যায় মানবকে। ঘটনার পরপরই পুলিশের তরফে পদক্ষেপ করা হয়। মানবের আত্মহত্যার পর তাঁর স্ত্রী, শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করে বলে জানা যায়।

নিজের ঘরেই আত্মহত্যা করেন মানব শর্মা নামের ওই ব্যক্তি...

 

গত ২৪ ফেব্রুয়ারি মানব শর্মা আত্মহত্যা করেন। এরপরই তাঁর পরিবার পুলিশের দ্বারস্থ হয়। দেখুন সেই এফআইআরের প্রতিলিপি...

 

প্রসঙ্গত এর আগে বেঙ্গালুরুতে অতুল সুভাষ নামে আরও এক বহুজাতিক সংস্থার কর্মী আত্মহত্যা করেন। ওই ঘটনাতেও অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংঘানিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের তরফে। নিকিতা এবং তাঁর পরিবার অতুলকে হেনস্থা করতেন। যা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।