TCS: তথ্যপ্রযুক্তি সহ দেশের বিভিন্ন চাকরি ক্ষেত্রে বাাজরে মন্দা। নতুন চাকরির সুযোগ কমার পাশাপাশি অনেক ক্ষেত্রে বিশেষ করে তথ্য প্রযুক্তি শিল্পে অনেকেরই চাকরি যাচ্ছে। শুধু ভারত নয়, বিশ্বব্যাপী আইটি-তে গণছাঁটাই চলছে। এরই মধ্যে বড় সুখবর টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (Tata Consultancy Services) কর্মীদের। টিসিএস ঘোষণা করেছে, ''এপ্রিল থেকে জুন ২০২৫ ত্রৈমাসিকের জন্য ৭০ শতাংশেরও বেশি কর্মী তাদের সম্পূর্ণ 'ভ্যারিয়েবল পে' বা পরিবর্তনশীল ভাতা (কোয়ার্টারলি ভ্যারিয়েবল অ্যালাওয়েন্স - কিউভিএ) পাবেন। এই সিদ্ধান্ত কোম্পানির সিটু গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য প্রযোজ্য, যারা কিউভিএ পরিকল্পনার আওতায় রয়েছেন। যদিও টিসিএস এই ত্রৈমাসিকে ১০০% ভাতা প্রদান করছে, বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভেরিয়েবল পে মানে হল কর্মীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ফলাফলভিত্তিক ইনসেনটিভ, যা সময় বা পারফরম্যান্স অনুযায়ী পরিবর্তন হয়।
সম্প্রতি ৫ হাজার কর্মী নিয়োগ করেছে টিসিএস
টিসিএস জানিয়েছে যে এই ত্রৈমাসিকে তারা ৫ হাজারেরও বেশি নতুন কর্মী নিয়োগ করেছে। এটি তিন ত্রৈমাসিকের হ্রাসের পর নেট হেডকাউন্ট বৃদ্ধির ইঙ্গিত দেয়। প্রসঙ্গত, কোম্পানির 'ভেরিয়েবল পে' হল পারফরম্যান্স ভিত্তিক বেতনের অংশ।
টিসিএসের কর্মীদের জন্য সুখবর
🚨 TCS has announced 100% variable pay for over 70% of its workforce for the April-June quarter. pic.twitter.com/zXVFJ90SG2
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 15, 2025
গোটা বিশ্বে ৬ লক্ষ কর্মী টিসিএসে কাজ করেন
প্রসঙ্গত, বিশ্বব্য়াপি TCS-এ মোট ৬ লক্ষ ১৩ হাজার কর্মী কাজ করেন। ভারতের অন্যতম শীর্ষ এমপ্লয়ার টাটা গ্রুপের তথ্যপ্রযুক্তি শাখা ৫৫টি দেশে ছড়িয়ে আছে। মোট ১৮০টি সার্ভিস ডেলিভারি সেন্টারে কাজ করা কর্মীদের নিয়ে চলে এটি। কলকাতায় টিসিএস-এর একাধিক অফিস রয়েছে, যেমন নিউটাউনের আইটি/আইটিইএস এসইজেড, সল্টলেকের বেঙ্গল ইন্টেলিজেন্ট পার্ক, এবং ভিক্টোরিয়া পার্ক বিল্ডিং।