TB 20 Aircraft crash (Photo Credits: ANI)

লখনউ, ২১ সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আজমগড়ে (Azamgarh District) ভেঙে পড়ল TB 20 এয়ারক্রাফ্ট (TB 20 aircraft crashed)। ঘটনায় মৃত্যু হয়েছে প্রশিক্ষণরত এক বিমানচালক। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। আমেঠির (Amethi) ইন্দিরা গান্ধি রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি (IGRUA) থেকে চপারটি যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় আজমগড় থানার পুলিশ (Azamgarh Police), শুরু হয় উদ্ধারকাজ। সংবাদসংস্থা সূত্রে খবর, ঘটনায় একজন বিমানচালক ছাড়াও চপারে ছিলেন আরও চারজন হাজির ছিলেন। ওই চার ব্যক্তির মধ্যে ১ জন গুরুতর আহত হয়েছেন। বাকি তিনজন দুর্ঘটনার সময় চপার থেকে নীচে ঝাঁপ দেন বলে খবর। পড়ুন: UGC-NET 2020: দুর্গাপুজোর সময় হচ্ছে না ইউজিসি নেট, পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্র সরকার

সংবাদসংস্থা সূত্রে খবর, আমেঠির কুশাহা ফারিউদ্দিনপুর গ্রামে ক্ষেতজমির উপরে ভেঙে পড়েছে চপারটি। আবহাওয়া খারাপ হওয়ার কারণে ঘটেছে এই ঘটনাটি। মৃত বিমানচালকের নাম কোনকার্ক সরন, হরিয়ানার পালওয়াল এলাকার বাসিন্দা তিনি। আমেঠির ইন্দিরা গান্ধি রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমির তরফে খবর, প্রশিক্ষণরত পাইলট হিসেবে ১২৫ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এরমধ্যে কো-পাইলট ছাড়া একাই ৫২ ঘণ্টা চালিয়েছেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণরত হিসেবে তাঁর রেকর্ডও অন্যান্য বিমানচালকের থেকে কয়েকগুণ ভাল বলেই খবর। আবহাওয়ার দ্রুত পরিবর্তন হওয়ার জেরেই ঘটনাটি ঘটেছে।

আমেঠির জেলা প্রশাসক অরুণ কুমার জানিয়েছেন, বিমানচালক কোনকার্ক সরন প্রশিক্ষণ চলছিল আমেঠির ফুরসাতগঞ্জ এয়ারফিল্ডে। আমেঠির ইন্দিরা গান্ধি রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি ১৯৮৫ সালে তৈরি হয়। এটাই ভারতের প্রথম কেন্দ্রীয় সরকারের ইনস্টিটিউট, যেখানে বিমানচালকদের হাতে ধরে প্রশিক্ষণ দেওয়া হয়।