চেন্নাই, ৩০ নভেম্বর: কেন্দ্রের না কৃষিবিলের বিরোধিতায় ‘দিল্লি চলো’ আন্দোলেনর ডাক দিয়ে বেশ কয়েকদিন ধরেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন পাঞ্জাবের কৃষকরা। এই সংঘবদ্ধ শান্তিপূর্ণ কৃষক বিক্ষোভকে প্রতিহত করতে দিল্লির পুলিশ প্রশাসন কোনওরকম সুযোগ ছাড়ছে। আন্দোলনরত কৃষকদের উপরে চলছে লাঠিচার্জ। নভেম্বরের ঠান্ডায় পথে বসে পড়া কৃষকদের লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে জলকামান। এবার তামিলনাড়ুর কৃষকরাও (Tamil Nadu Farmers) এই আন্দোলনে শামিল হতে চেয়ে দিল্লির পতে পা বাড়িয়েছিলেন। তবে রাজ্য পুলিশের অনুমতি না মেলায় কেন্দ্রের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ করেই তাঁদের ক্ষান্ত থাকতে হল। তিরুচিরাপল্লিতে দেখা গেল কেন্দ্রের কাছে নিজেদের দাবিদাওয়া গুলি কাগজে লিখে তাদিয়ে প্লেন বানিয়েছেন চাষিরা। তাই উড়িয়ে দিলেন আকাশে। আরও পড়ুন-Mayawati: ধর্মান্তর সম্পর্কিত উত্তরপ্রদেশ সরকারের অধ্যাদেশটি হাস্যকর, বললেন মায়াবতী
#WATCH | Tamil Nadu: Farmers' union in Tiruchirapalli stage protest against new farm laws by flinging paper planes with their demands written on it.
"We tried to go to Delhi but police stopped us. Centre must take back the new farm laws," says a farmer. pic.twitter.com/AW1MvZCkKG
— ANI (@ANI) November 30, 2020
কেন্দ্র যে তড়িঘড়ি নয়া কৃষি আইন এনেছে, তা আটকাতে দেসের সমস্ত কৃষক সংগঠনগুলি একযোগে বিরোধিতা করেছে। তারপরেও যখন দেশের সরকারের ঘুম ভাঙেনি তখন আন্দোলন শুরু করেছে। এই প্রসঙ্গে প্রতীকী প্রতিবাদে অংশ নেওয়া একজন কৃষক জানালেন, “আমরা এই কৃষিবিরোধী আইনের প্রতিবাদে দিল্লি যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পুলিশ আমাদের পথ রোধ করেছে। কেন্দ্রের উচিত খুব শিগগির এই নয়া কৃষিআইন ফিরিয়ে নেওয়া।” এদিকে কেরালা ও তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি পাঞ্জাবের এই কৃষিআইন বিরোধী আন্দোলন সমর্থন করেছে। পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকনেতারা সেই আন্দোলনে নেতৃত্ব দিতে দিল্লির পথে এগিয়ে চলেছে।