সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) থেকে সরানো হল আমিষ খাবার (Non-Veg)। ২৬ ফেব্রুয়ারি দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি উৎসব। মহাশিবরাত্রি  (Mahashivratri) উপলক্ষ্যেই কি সুইগি ইনস্টামার্ট থেকে আমিষ খাবার সব সরানো হয়েছে, এমন প্রশ্ন তুলছেন বহু গ্রাহক। মুম্বই থেকে বেঙ্গালুরু, দেশের সব জায়গা থেকেই আমিষ খাবার আজ তুলে নিয়েছে সুইগি ইনস্টামার্ট। একাধিক গ্রাহক মুদি বাজারের তালিকা তৈরি করতে গিয়ে ইনস্টামার্টে ডিম, মাছ, মাংস-সহ কোনও ধরনের আমিষ খাবারদাবার পাচ্ছেন না বলে জানান। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে একাধিক গ্রাহক জানান, তাঁরা সুইগি ইনস্টামার্টে কোনও ধরনের আমিষ খাবার আজ পাচ্ছেন না। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ককেন আমিষ খাবার নেই, সুইগি কেয়ারের মাধ্যমে বহু মানুষ নিজেদের প্রশ্ন তুলে ধরেন। যার উত্তরে জানানো হয়, সংস্থা বিষয়টি দেখছে। কী কারণে আমিষ খাবার মিলছে না,তারা সে বিষয়ে খোঁজ, খবর করে জানাবেন বলে সুইগি কেয়ারের তরফে জানানো হয়।

একাধিক গ্রাহক তাঁদের অসুবিধার কথা তুলে ধরেন...

 

মাছ, মাংস, ডিম, সব ধরনের আমিষ খাবারই সুইগি ইনস্টামার্ট থেকে উধাও আজ...

 

আমিষ খাবার সরানো কখনওই উচিত নয় বলেও অনেকে মন্তব্য  করেন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)