প্রতীকী ছবি (ফাইল ফটো)

নয়াদিল্লিঃ পরকীয়া সন্দেহে (Extramarital Affair)স্ত্রীকে (Wife) খুন স্বামীর। শুধু তাই নয়, থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের সজনওয়া এলাকায়। অভিযুক্ত যুবকের নাম অঙ্গদ শর্মা। তার স্ত্রীর নাম নেহা শর্মা। কিছু বছর আগে বিয়ে হয় তাঁদের। শুরুতে সব ঠিকঠাকই চলছিল। কাঠের কাজ করত অঙ্গদ কর্মসূত্রে বিয়ের পর কর্ণাটকে চলে যায় এই দম্পতি। কিছু মাস আগে গোরক্ষপুরে ফিরে আসে তাঁরা। অঙ্গদ নিজের মতো কাজ শুরু করে। আর নেহা একটি গাড়ির এজেন্সিতে কাজ শুরু করে। কাজের জন্য দিদির সঙ্গে থাকছিল নেহা। বচসার সূত্রপাত কয়েকদিন আগে। একদিন রাতে নেহাকে কারও সঙ্গে ফোনে কথা বলতে শুনে ফেলে অঙ্গদ। তারপর থেকেই স্ত্রীকে সন্দেহ করতে থাকে সে। যদিও গোটা বিষয়টি অস্বীকার করে নেহা। এই নয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধলে নেহাকে কুপিয়ে খুন করে অঙ্গদ। এরপর থানায় গিয়ে সে জানায়, বিছানায় পড়ে রয়েহে নেহার দেহ। এরপর পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই খুনের দায়ে অঙ্গদকে গ্রেফতার করেছে পুলিশ।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর