Suresh Raina's Relatives Attacked: ক্রিকেটার সুরেশ রায়নার ২ আত্মীয়ের খুনের ঘটনায় ধৃত ৩ দুষ্কৃতী
Suresh Raina and Punjab CM Captain Amarinder Singh (Photo Credits: Facebook)

অমৃতসর, ১৬ সেপ্টেম্বর: ক্রিকেটার সুরেশ রায়নার (Suresh Raina) পিসির বাডিতে হামলা চালানো দুষ্কৃতীদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করল পঞ্জাব পুলিশ। বুধবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Punjab CM Amarinder Singh) এই মামলার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন। পঞ্জাব ডিজিপি দিনকার গুপ্ত (DGP Dinkar Gupta) বলেছেন, অভিযুক্তরা ডাকাত-অপরাধীদের আন্তঃরাজ্য গ্যাংয়ের সদস্য। অন্য ১১ জন সদস্য পালিয়ে গেছে এবং তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৯ অগাস্ট সুরেশ রায়নার পিসির পাঠানকোট বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। পাঠানকোটের থারিয়াল গ্রামে সুরেশ রায়নার পিসির বাড়ি। সেখানেই থাকতেন পিসি, পিসেমশাই-সহ পরিবারের আরও অনেকে। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের পিসেমশাই অশোক কুমার ও তাঁর এক ছেলে কৌশল খুন হন। রায়নার পিসি আশা রানি মারাত্মক জখম হন। অশোক কুমারের আরেক ছেলে ২৪ বছরের আপিন কুমারও সে দিনের ওই হামলায় গুরুতর আহত হন। এ ছাড়াও রায়নার পিসেমশাই অর্থাৎ অশোকের ৮০ বছরের বৃদ্ধা মাও ঘটনায় গুরুতর জখম হয়েছেন। ছাদে ঘুমিয়ে থাকার সময় দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। আরও পড়ুন: IPL 2020 Live Streaming Online for KKR Fans: চ্যাম্পিয়নের খেতাব জিততে প্রস্তুতি তুঙ্গে কেকেআরের; কীভাবে দেখবেন পছন্দের টিমের ম্যাচ? জানুন বিস্তারিত

ঘটনার খবর পৌঁছতেই দুবাইতে চেন্নাই সুপার কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফেরেন রায়না। দলের তরফে জানিয়ে দেওয়া হয়, এই মরশুমে আইপিএল খেলবেন না সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেক অবসর নেওয়া রায়না।