Surat Waterlogging. (Photo Credits:X)

Surat Waterlogging: শীতের মুখে বর্ষার মত বৃষ্টি! গুজরাটে অসময়ের বৃষ্টিতে আচমকা বড় বিপর্যয় হীরের শহর সুরাটে। বৃষ্টির পর সুরাটের রাস্তা এখন জলমগ্ন। হাঁটু সমান জল পেরিয়ে সুরাটবাসীকে রাস্তায় হাঁটতে হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দক্ষিণ গুজরাটে বর্তমানে নিম্নচাপ বা বায়ুমণ্ডলীয় ঘূর্ণনের (Cyclonic Circulation) প্রভাব রয়েছে। এটি অক্টোবরের শেষে অস্বাভাবিকভাবে তৈরি হয়েছে, যা আরব সাগর থেকে আর্দ্র বাতাস টেনে এনে ভারী বৃষ্টির কারণ হচ্ছে। এই কারণে সুরাটে গত কয়েক ঘণ্টায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়। সুরাটের বিভিন্ন অংশ যেমন- উধানা ৯০ মিলিমিটার, কাটারগাম ৪৯ মিমি, সিটি লাইট ৪৭ মিমি এবং মধ্য সুরাটে ৪৬ মিমি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির ফলে ড্রেন ফেটে জল ঢুকেছে। ফলে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে।

উধানা, কাটারগাম, দাভোলি, বরাছা এবং সুরাট-হাজিরা রোড (NH-53) সহ বড় রাস্তায় হাঁটু সমান জল জমতে দেখা দিয়েছে। মারাত্মক যানজট, বহু যানবাহন জলমগ্ন হয়ে আটকা পড়ে। কিছু জাতীয় সড়ক আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। সুরাট পৌর কর্পোরেশন (SMC) জল নিকাষের জন্য পাম্প মোতায়েন করছেন। আবহাওয়া দফতর (IMD) দক্ষিণ গুজরাতে ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করেছে এবং আজ রাতেও আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে।

জলের তলায় সুরাট

সুরাটের রাস্তা জলের তলায়

বৃষ্টি বেশি হলেও সুরাটের জলনিকাশী ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। গত কয়েক বছর বৃষ্টি হলেই সুরাটে জল জমায় চরম দুর্ভোগের মুখে পড়ছেন শহরবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের গুরত্বপূর্ণ এই শহরের পরিকাঠামো ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।