Photo Credit: Wikipedia

লখনউ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণ (Rape On Promise Of Marriage) করেছিল এক ব্যক্তি। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এরপরই জামিনের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) দ্বারস্থ হয় ওই ব্যক্তি। জানায়, মহিলার জন্ম কুন্ডলি (Kundali) অনুযায়ী তিনি মাঙ্গলিক (mangalik)। তাই বিয়ে করতে রাজি হয়নি সে। এর ভিত্তিতে তার আবেদন বিবেচনা করে তাকে যেন জামিন দেয় (bail plea) আদালত।

অভিযুক্তের এই আবেদনের পরেই এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ লখনউ বিশ্ববিদ্যালয়ের জ্য়োতিষ বিভাগকে (Astrology department of Lucknow University) ওই মহিলার জন্ম কুন্ডলি খতিয়ে দেখে তিনি মাঙ্গলিক কিনা তা খতিয়ে দেখতে বলে।

শনিবার এই মামলার বিশেষ শুনানির পর এলাহাবাদ হাইকোর্টের সেই নির্দেশের উপর স্থগিতাদেশ (stays) জারি করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরিষ্কার জানিয়ে দিল, একটি আদালত যখন আইন মোতাবেক কোনও ব্যক্তির জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে তখন জ্যোতিষ সংক্রান্ত কোনও বিচার তার ক্ষেত্রে বিচার্য বিষয় হিসেবে গণ্য হবে না। কারণ এই বিষয় সম্পূর্ণ একটি মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়।

বিচারপতি সুধাংশু ধুলিয়া ও পঙ্কজ মিত্তলের ডিভিশন বেঞ্চ এই ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের মহিলার জন্ম কুন্ডলি বিচার করার নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে আইন মোতাবেক অভিযুক্তের জামিনের আবেদনের বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিল। আরও পড়ুন: Odisha Train Accident: সরকারের কাছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাসিক আয়ের ব্যবস্থার আর্জি সনু সুদের, দেখুন কী বলছেন অভিনেতা