বালেশ্বর, ৩ জুনঃ ওড়িশা বালেশ্বরে মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি ৩ টি ট্রেন। মালগাড়ির সঙ্গে শালিমার থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) ধাক্কায় ছন্নছাড়া অবস্থা। মৃত্যু ৩০০ কাছাকাছি যাত্রীর। আহত ৯০০ বেশি। দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন বলি অভিনেতা সনু সুদ (Sonu Sood)। ভিডিয়ো বার্তা শেয়ার করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পরিবারের জন্যে মাসিক আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্যে সরকারকে অনুরোধ করলেন অভিনেতা। বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় জখম যশবন্তপুরের জেনারেল কোচের যাত্রীরা, সুরক্ষিত রিজার্ভের যাত্রীরা
কী বলছেন সনু সুদ, শুনুন...
Heartbroken by the news of the train tragedy in Odisha. Heartfelt deepest condolences 💔🙏
Time to show our support and solidarity for the unfortunates. 💔#OdishaTrainAccident 🇮🇳 pic.twitter.com/ZfuYYp8HK9
— sonu sood (@SonuSood) June 3, 2023
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত এবং আহত যাত্রীদের জন্যে কেন্দ্র সরকারের তরফে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং ওড়িশার ক্ষতিগ্রস্ত যাত্রীদের নির্দিষ্ট রাজ্য সরকার ক্ষতিপূরণ দেবে বলে আশ্বাস দিয়েছে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তবে সরকারের তরফে আয়োজিত এই সকল ক্ষতিপূরণের টাকা কোন না কোন দিন ফুরিয়ে যাবে তখন দুর্ঘটনায় আহত যাত্রীদের সংসার চলবে কেমন করে? প্রশ্ন তুলেছেন সনু। তাঁর দাবি ট্রেন দুর্ঘটনায় যে পরিবার তার রোজগেরে সদস্য হারিয়েছে কিংবা যে মানুশটার হাত-পা বাদ পড়েছে তাঁদের সংসার সারাজীবন চলবে কেমন করে। তাই এই ধরণের বড় কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্যে পেনশন কিংবা ভাতার মতো মাসিক কোন আয়ের ব্যবসা করা হলে ওই সমস্ত পরিবারগুলো খেয়ে পরে বাঁচতে পারবে।