Representational Image (Photo Credits: Pixabay)

স্বপ্ন ছিল মার্কিন মুলুকে গিয়ে পড়াশুনো করার। কিন্তু বিদেশে গিয়েও ফিরে আসতে হল তেলেঙ্গানার (Telangana) নালগোন্ডা জেলার বাসিন্দা পাকিরু গোপাল রেড্ডিকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ বেআইনি ভাবে জাল নথি বের করে ভিসা সংগ্রহ করেছিলেন। সেই নিয়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়িও দেন। কিন্তু সেদেশে গিয়ে তাঁর নথিপত্র যাচাই করে দেখা যায়, সেগুলি সম্পূর্ণরূপে ভুয়ো। তারপরেই তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। এদিকে দেশে ফিরতেই বছর ২৮-এর ওই যুবককে গ্রেফতারল করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সমস্ত নথিপত্র।

গ্রেফতার অভিযুক্ত

জানা যাচ্ছে, গতমাসে সে উচ্চশিক্ষার কারণে আমেরিকায় পাড়ি দিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর তাঁর শিক্ষাগত নথিপত্র দেখে সন্দেহ হয় সেখানকার আধিকারিকদের। তারপর তাঁকে আটক করা হয়। নথিগুলি ভুয়ো প্রমাণিত হতেই তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়। গত ১ জুন অভিযুক্ত হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেই তাঁকে আটক করা হয়। পুলিশসূত্রে খবর, অভিযুক্ত যুবকের মেধাবী ছিলেন না। যার ফলে বিদেশের কলেজে পড়ার জন্য নুন্যতম যোগ্যতাও ছিল না। কিন্তু বাইরে যাওয়ার জন্য আসল সার্টিফিকেট লুকিয়ে করে ভুয়ো নথি বানিয়ে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মোটা অঙ্কের টাকার ধনলক্ষ্মী ওভাসিস কনসালটেন্সি নামক হায়দরাবাদের একটি সংস্থা এই জাল নথিগুলি বানিয়ে দিয়েছিল। ইতিমধ্যেই ওই সংস্থার কর্মকর্তাদের তলব করেছে পুলিশ। সেই সঙ্গে ওই সংস্থার অফিসও সিল করেছে পুলিশ।