জম্মু, ২০ মে: জম্মু ও কাশ্মীরের রামবানের মাকেকোট এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে (Jammu-Srinagar Highway) খুনি নালায় (Khooni Nala) একটি নির্মীয়মাণ টানেলের (Tunnel) একাংশ ভেঙে পড়েছে। টানেলের মধ্যে অন্তত ১০ জন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ২ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন প্রায় ১০ জন শ্রমিক। আরও ২ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযান চলছে। প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
চলছে উদ্ধারকাজ:
10 labourers missing in tunnel collapse at Khooni Nala Jammu–Srinagar National Highway in the Makerkote area of Ramban, rescue operation underway: J&K Disaster Management Authority
— ANI (@ANI) May 20, 2022
#WATCH | Rescue operation underway at Khooni Nala, Jammu–Srinagar National Highway in the Makerkote area of Ramban, where a part of an under-construction tunnel collapsed late last night; 6 to 7 feared trapped. pic.twitter.com/3LmZF0ctrm
— ANI (@ANI) May 20, 2022
টানেলের একাংশ ভেঙে পড়ার পরই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।