JNU Violence: জেএনইউ হামলায় অভিযুক্ত মুখোশধারী মহিলাকে চিহ্নিত করল পুলিশ, শুরু তদন্ত
এই সেই ছবি(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি: দিল্লির (JNU) বিশ্ববিদ্যালয়ের হস্টেলে হামলার ঘটনার পর সপ্তাহ কেটেছে। হামলাকারীদের যে ছবি সামনে এসেছিল তারমধ্যে মুখে কাপড় বাধা এক মহিলাও ছিলেন। তাকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। খুব শিগগির তার বিরুদ্ধে তদন্ত শুরু হবে বলে জানাল দিল্লি পুলিশ। হাতে রড-লাঠি-পাথর, একের পর এক হস্টেলে ঢুকে হামলা। বছরের প্রথম রবিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় মুখোশ-পরা দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয় দিল্লির জেএনইউ (JNU)৷ বাদ যায়নি মেয়েদের হস্টেল বা আহতদের চিকিৎসায় ক্যাম্পাসে আসা অ্যাম্বুল্যান্সও। হামলায় মারাত্মক জখম হন জেএনইউ ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ৷ লাঠির আঘাতে মাথা ফেটে যায় তাঁর৷ আক্রমণকারীদের লাঠিতে মাথা ফেটেছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেনেরও৷

এইমস-এর চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে ১৯ জন পড়ুয়া-অধ্যাপককে। এঁদের মধ্যে দু'জনের মাথায় আঘাতের ফলে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। হাতে লাঠি, পরনে চেক শার্ট ও প্যান্ট। মারমুখি মেজাজে সবরমতী হস্টেলে জেএনইউয়ের পড়ুয়াদের ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন নীল ওড়নায় অর্ধেক মুখ ঢাকা এক মহিলা। গত ৫ জানুয়ারি রাত থেকেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। কিন্তু কে সেই তরুণী? আরও পড়ুন-Dilip Ghosh: ‘ক্ষমতায় এলে সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের গুলি করব জেলে পাঠাবো’, হুমকি দিলীপ ঘোষের

দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ তদন্তকারী দল অবশেষে চিহ্নিত করতে পারে সেই তরুণীকে। পুলিশ জানিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণী। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। চিহ্নিত করা গিয়েছে আরও ৮ আক্রমণকরীদের। ওই তরুণী আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সদস্যা সে। নোটিস পাঠিয়ে তাকে তলব করা হবে বলে জানা গিয়েছে।