দিলীপ ঘোষ (Photo Credit: ANI)

কলকাতা, ১৩ জানুয়ারি: সরকারি সম্পত্তি যারা ধ্বংস করছে তাদের গুলি করে মারার হুমকি দিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে ফের তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা ব্যানার্জির কোনও মুরোদ নেই।’’ এর আগেও এমন কথা দিলীপবাবু বলেছেন। সরকারি পরিসংখ্যান না থাকলেও তাঁর দাবি, ‘‘দেশে দু’ কোটি অনুপ্রবেশকারী মুসলমানের এক কোটি এই রাজ্যে।’’ প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘দিলীপবাবু দায়িত্ব পাওয়ার পর থেকেই এ ধরনের কথা বলছেন। ওঁর মস্তিষ্কের সুস্থতা নেই। চিকিৎসা দরকার। মানুষই ওঁকে জবাব দেবে।’’

তবে এই ঘটনা প্রথম নয়, কেন্দ্রের এক রাষ্ট্রমন্ত্রীও এই একই কথা বলেছিলেন। সিএএ-র বিরোধিতায় যখন গোটা দেশ উত্তাল সেই সময় পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। অভিযোগ, বিক্ষোভকারীরা ট্রেনে পাথর ছুঁড়েছে। এর জেরে রেলের কামরা নিদারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের সম্পত্তি ধ্বংস যারা করেছে তারা কি জানে একটি ট্রেন তৈরি করতে কতদিন লাগে, কি বিরাট পরিমাণে টাকা ধ্বংস হয়। যারা এমন কাজ করবে, তাদের দেখলেই গুলি করে মারো। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় গোলমাল। একজন মন্ত্রী কীকরে একথা বলতে পারেন দেশজুড়ে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করলেও সেই সময় রাজ্যের বিজেপি নেতৃত্ব ওই মন্ত্রীকে সমর্থন করেছিল। আরও  পড়ুন-No Exam During Saraswati Puja: সরস্বতী পুজোর দিনগুলিতে সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনও পরীক্ষা না রাখার নির্দেশ শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির

এবার একই মন্তব্য করলেন দিলীপবাবু। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের গুলি করে মারবে বলে হুমকি দিলেন তিনি। বললেন, ‘‘নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পাঁচশো-ছ’শো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি।’’