গাজিয়াবাদে Ghaziabad) ভয়াবহ ঘটনা ঘটে গেল মুহূর্তে। গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনের সামনে যখন খুদেরা খেলছিল, সেই সময় একটি ভয়াবহ ঘটনা সামনে আসে। যেখানে বাচ্চাদের খেলার মাঝে, এক মহিলা গাড়ি নিয়ে হাজির হন। রাস্তার উপর বসে থাকা এক শিশুর উপর গাড়ি তুলে দেন চালক (Car Driver)। কোনওভাবে ওই শিশু গাড়ির সামনে থেকে সরে যেতে পারেনি। তবে গাড়ির গতি খুব কম থাকায়, ওই শিশু প্রাণে বেঁচে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ঘটনাস্থলে হাজির হয়ে যান। এক ব্যক্তি মুহূর্তে ছুটে গিয়ে গাড়ির নীচে থেকে শিশুটিকে বের করেন। সুস্থ অবস্থাতেই শিশুটিকে গাড়ির নীচ থেকে বের করে আনা হয় বলে ফুটেজে দেখা যায়। দুর্ঘটনা ঘটতেই ওই মহিলাকেও দেখা যায়, তড়িঘড়ি গাড়ির দরজা খুলে নেমে পড়তে।
দেখুন মুহূর্তে কীভাবে গাড়ির নীচে চলে গেল শিশু...
What a heart wrenching incident.
Child plays inside a society in Ghaziabad’s Rajnagar Extension.
Woman runs the car over the child, thankfully child escapes narrowly but suffers majorly @ghaziabadpolice @RNExtnResidents @Uppolice
Proper inquiry should be done immediately pic.twitter.com/ymRAEG1SzD
— Simran (@SimranBabbar_05) February 26, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)