Jammu And Kashmir (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি: সেনা বাহিনীর (Indian Army) গাড়ি লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। বুধবার দুপুর ১২.৪৫ নাগাদ সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে রাজৌরির সুন্দরবণি এলাকায় অনুপ্রবেশকারীরা হামলা চালায়। বড় কিছু হতে পারে, এই আশঙ্কায় সেনা জওয়ানরাও পালটা গুলি চালাতে শুরু করেন। সুন্দরবণিতে সেনা বাহিনীর গাড়িতে হামলার খবর পেয়ে, দুরন্ত গতিতে একাধিক সেনা গাড়ি সেখানে পৌঁছতে শুরু করে। সেনার একাধিক দল সেখানে পৌঁছলে, গোটা সুন্দরবণি এলাকা ঘিরে ফেলে জোরদার তল্লাশি শুরু হয়। কোথায়, কোন জায়গায় অনুপ্রবেশকারী জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে, সে বিষয়ে জোরদার গতিতে খোঁজ শুরু করেছেন জওয়ানরা।

একানেই সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা...

 

আরও পড়ুন: BSF Shoots Pakistani Intruder: সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, পাঞ্জাবে পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করল বিএসএফ

২০২৫ সালের প্রথমার্ধ শুরু হয়েছে, সেই সঙ্গে পড়তে শুরু করেছে গরম। তাপমাত্রা বাড়তে শুরু করায় চিরাচরিত প্রক্রিয়া জঙ্গিরা ফের উপত্যকায় অশান্তি তৈরির পরিকল্পনা করছে বলে মনে করছে বিভিন্ন মহল। ফলে জম্মু কাশ্মীরে যাতে কোনওভাবে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য তৎপর ভারতীয় সেনা বাহিনী।

বুধবার পাঞ্জাবের (Punjab)  পাঠানকোট (Pathankot) এলাকায় এক পাকিস্তানি (Pakistani) অনুপ্রবেশকারীর গতিবিধি লক্ষ্য করা যায়। যা দেখেই তাকে সতর্ক করে বিএসএফ (BSF)। কিন্তু বিএসএফের পরপর সতর্কতা উপেক্ষা করেই পাঠানকোটে প্রবেশের চেষ্টা করে পাকিস্তানি অনুপ্রবেশকারী। ফলে উপয়ান্তর না দেখে অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাক অনুপ্রবেশকারীর।

বিএসএফের গুলিতে শেষে নিহত হয় ওই পাক অনুপ্রবেশকারী। তার পরিচয় কী বা কোথা থেকে এসে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে, সে বিষয়ে বাহিনী জোরদার খোঁজ শুরু করেছে বলে খবর।