মালগাড়ির ইঞ্জিনের নীচে আটকে ২ বছরের শিশু (Photo Credits: ANI)

বল্লবগড়, ২৩ সেপ্টেম্বর: মালগাড়ির ইঞ্জিনের চাকার মাঝে আটকে রয়েছে ২ বছরের শিশু। আর সেই ভিডিয়ো ভাইরাল রয়েছে সোশাল মিডিয়ায়। এক সাংবাদিক শিশুটির আটকে থাকার ভিডিয়ো টুইটারে পোস্ট করেন। জানা গেছে, ১৩ বছরের এক কিশোর বাচ্চাটিকে মালগাড়ির ইঞ্জিনের দুটি চাকার মাঝে ঢুকিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে দিল্লি-আগ্রা রেল রুটে। যদিও আগ্রার পুলিশ সুপার আগ্রা জিআরপি এলাকায় ঘটনাটি ঘটেনি বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, হরিয়ানার বল্লবগড় স্টেশনের কাছে ২১ সেপ্টেম্বর ওই ঘটনাটি ঘটেছে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২ বছরের শিশু আটকে পড়ার পর কাঁদছে। পাশেই মালগাড়ির চালক এক কিশোরকে ধরে আছেন। এক মহিলাকেও উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। আরও পড়ুন: Gupteshwar Pandey Takes VRS: স্বেচ্ছাবসর নিলেন বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পান্ডে

গত বছর কেরালার রাজমালায় গভীর জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি চলন্ত জিপ থেকে পড়ে যায় একটি এক বছরের শিশু। সে তার মায়ের কোলে শুয়ে ছিল। যাত্রার ধকলের কারণে তার মা ঘুমিয় পড়েন। কয়েক কিলোমিটার যাওয়ার পর বুঝতে পারেন যে তাঁর কোলে সন্তান নেই। যদিও ১ বছরের মেয়ে শিশুটি প্রাণে বেঁচে যায়।