Actor Death In Melav (Photo Credit: YouTube)

দিল্লি, ২৮ অগাস্ট: উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে এবার একটি ভয়াবহ ছবি (Viral Video) উঠে এল। যেখানে কুশীনগরে একটি মেলার মাঠে চলছিল নাটক। ডিজে বাজিয়ে ধুম ধাড়াকা নাটকের মাঝে হঠাৎ মৃত্যু। অভিনয় করতে করতেই এক অভিনেতা ঢলে পড়লেন মৃত্যুর কোলে। যেভাবে ওই অভিনেতার (Actor Death) মৃত্যু হল, তা নিজের চোখে না দেখলে আপনি কখনওই বিশ্বাস করতে পারবেন না।

কুশীনগরে যখন মেলা চলছিল, সেই সময় সেখানে দেবাদিদেবের চরিত্রে অভিনয়ের সময় মৃত্যু হয় এক অভিনেতার। মঞ্চে যখন ডিজে র সঙ্গে  বিভিন্ন ধরনের আলো জ্বলছে, গান বাজছে, সেই সময় চুটিয়ে অভিনয় করছিলেন নাটকের শঙ্কর ভগবান। হঠাৎ করেই তিনি শুয়ে পড়েন মঞ্চের উপর।

নাটকের শঙ্কর ভগবানের কী হয়েছে, তা দেখতে মানুষ উৎসুক হয়ে ওঠেন। তখনও মঞ্চে হাজির অন্য শিল্পীরা কিছু বুঝতে পারেননি। তাঁরা কোনও কিছু আঁচ করতে পারেননি।  তবে দেবাদিদেবের চরিত্রে অভিনয় করা শিল্পীর যখন আর কোনও গতিবিধি চোখে পড়ছিল না কারও, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়।

ওই শিল্পীকে তৎক্ষণাৎ মেলার মাঠ থেকে সরিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিনয় করতে করতে কী হল শিল্পীর, তা নিয়ে সন্দেহ দানা বাঁধলে, পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

দেখুন মেলার মাঠে কীভাবে নাটকে অভিনয় করা শিব চরিত্রের ব্য়ক্তির মৃত্যু হয়...

ময়নাতদন্ত সম্পন্ন হলে হাসপাতালের তরফে জানানো হয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঞ্চে যখন ডিজে বাজছিল, সেই সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায় ময়নাতদন্তের রিপোর্টে।