
Jammu Kashmir: এক টানা চারদিনের সংঘর্ষের পর অবশেষ শান্ত হয়েছে পরিস্থিতি। সংঘর্ষ বিরতির পথে গিয়েছে ভারত এবং পাকিস্তান। দুই দেশের সামরিক লড়াইয়ের জেরে অস্থির হয়ে উঠেছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্ত এলাকার মানুষদের জীবন যাপন। পাক সেনা বাহিনীর ড্রোন, মিসাইল হামলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকায় প্রায় ৩০-৪৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছিলেন অনেকে। শনিবার ভারত এবং পাক সংঘর্ষ বিরতির (India Pakistan Ceasefire) সিদ্ধান্ত নেওয়ায় ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছেন সীমান্তের বাসিন্দারা। স্বাভাবিক ছন্দে ফিরছে তাঁদের জীবন। মঙ্গলবার থেকে জম্মু কাশ্মীরের স্কুলগুলো খুলতে শুরু করেছে। জম্মুর সীমান্তবর্তী নয় এমন সমস্ত স্কুল খুলে যাচ্ছে এদিন থেকে। শ্রীনগরে সকাল থেকে পড়ুয়ারা বাবা-মায়ের হাত ধরে স্কুলের পথে রওনা দিয়েছে।
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তানের ডিজিএমও স্তরের বৈঠক সমাপ্ত, সংঘর্ষবিরতি লঙ্ঘন না করার নিশ্চয়তা ইসলামাবাদের
স্কুলমুখী শ্রীনগরের পড়ুয়ারাঃ
#WATCH | Jammu & Kashmir | Schools have reopened in Srinagar after cessation of hostilities between India and Pakistan pic.twitter.com/bg9IwLZ5v0
— ANI (@ANI) May 13, 2025
উল্লেখ্য, টানা কয়েকদিন সীমান্তবর্তী এলাকায় ড্রোন, মিসাইল হামলা, গুলিবর্ষণের পর বর্তমান পরিস্থিতি সামগ্রিকভাবে খতিয়ে দেখে তবেই স্কুল কলেজ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন জম্মু কাশ্মীরের শিক্ষামন্ত্রী। তবে পড়ুয়া ও শিক্ষা কর্মীদের নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এখনও খোলা হবে না বলেই জানিয়েছে রাজ্য সরকার।