India Pakistan Flag (Photo Credit: PTI)

নয়াদিল্লি, ১২ মেঃ আলোচনা সম্পন্ন হল ভারত পাকিস্তানের। আজ সোমবার দুই দেশের সামরিক বাহিনী ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস’ (DGMO) স্তরের বৈঠক হয়। শনিবার, ১০ মে সংঘর্ষবিরতির ঠিক দুদিন পর আজ সোমবার ভারত এবং পাকিস্তানের সামরিক প্রধানেরা আলোচনায় বসেন। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তান সেনাবাহিনীর ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ বৈঠকে অংশ নেন। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের ডিজিএমও নিশ্চিত করেছেন, পাক সেনাবাহিনী সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করবে না।

আরও পড়ুনঃ ভারত-পাক সংঘর্ষবিরতির পর দেশবাসীর মুখোমুখি হবেন মোদী, রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মার্কিন মধ্যস্থতায় সংঘর্ষ পরিস্থিতি থামিয়ে সংঘর্ষবিরতি চুক্তিতে সম্মত হয় রণং দেহি মূর্তি ধারণ করা দুই দেশ ভারত এবং পাকিস্তান (India Pakistan Ceasefire)। উভয় দেশ স্থল, আকাশ এবং সমুদ্র পথে আক্রমণ বন্ধ করতে সম্মত হয়। তবে, শনিবার সংঘর্ষবিরতি চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের (Pakistan) পক্ষ থেকে তা লঙ্ঘনের অভিযোগ উঠে। পাক সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে ড্রোন হামলা এবং গুলিবর্ষণ চালায় বলে অভিযোগ তোলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)। যদিও ইসলামাবাদের (Islamabad) তরফে সংঘর্ষবিরতি লঙ্ঘনের সেই অভিযোগ পুরোপুরি ভাবেই অস্বীকার করে দেওয়া হয়েছিল।

এরপর রবিবার দুই দেশের তরফে ডিজিএমও স্তরের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মত সোমবার আলোচনায় বসেন ভারত পাকের সামরিক প্রধানরা। সংঘর্ষবিরতির দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের পদ্ধতি এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য উভয় দেশের সংযম ইত্যাদি নানা কিছু নিয়ে আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে। ভারতের সঙ্গে যুদ্ধে যাবে না পাকিস্তান, আশ্বাস দিয়েছে ইসলামাবাদ।