প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ কয়েকমাস ধরে চয় দেখিয় ছাত্রীকে লাগাতার ধর্ষণ(Rape)। গ্রেফতার স্কুলের(School) ভ্যান চালক(Van Driver)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের(Gujarat) রাজকোটে(Rajkot)। অভিযুক্ত ভ্যান চালকের নাম সইফ আরবায়ানি।বাড়িতে বলেএক্সট্রা ক্লাসের নাম করে রোজ একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করত সে। এমনকী সে সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখত সইফ। এরপর ওই সব ছবি ভিডিয়ো দেখিয়ে তা ভাইরাল করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হত নির্যাতিতাকেযাতে কাউকে কোনও কথা না বলে সে।

ধর্ষণের শিকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী

ঘটনাটি জানাজানি হয় গত ২২ ডিসেম্বর। মেয়েকে স্কুলে না খুঁজে পেয়ে সন্দেহ হয় মা-বাবার। এরপর বাড়ি ফিরে কান্নায় ভেঙ্গে পড়ে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী, এবং মাকে সবটা খুলে বলে সে। প্রথমে সব জানাজানি হওয়ার ভয়ে আইনি পদক্ষেপ করতে চাননি নির্যাতিতার পরিবার। কিন্তু নির্যাতিতার ফোনে সে সব বিকৃত ছবি ভিডিয়ো দেখেন ওই নাবালিকার দাদা। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযুক্ত ভ্যান চালকের বিরুদ্ধে পকসো আইনের একধিক ধারায় মামলা রুজু হয়। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন।

ছাত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার স্কুল ভ্যান চালক