দাদা ললিত মোদী আগেই পলাতক। এবার দিল্লি পুলিশের (Delhi Police) জালে ধরা পড়ল তাঁর ভাই সমীর মোদী। বিদেশে গা ঢাকা দেওয়ার আগেই তাঁকে গ্রেফতার করে তদন্তকারীরা। বৃহস্পতিবার দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ব্যবসায়ী সমীর মোদীর বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। গত ১০ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নিয়ে তদন্ত চলছিল। অবশেষে এদিন তাঁকে গ্রেফতার করা হয়। যদিও এই গ্রেফতারি নিয়ে দিল্লি পুলিশের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আগেও নির্যাতনের অভিযোগ উঠেছিল সুনীলের বিরুদ্ধে
জানা যাচ্ছে, কয়েকদিন আগে দিল্লির ফ্রেন্ডস কলোনী থানায় এক মহিলা সমীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। এর আগে ২০১৯ সালেও তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছিল, এবার ধর্ষণের অভিযোগ ওঠার পর সমীরকে হাতেনাতে গ্রেফতার করে দিল্লি পুলিশ। আগামীকাল অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। যদিও অভিযোগকারিনী সমীরের পূর্বপরিচিত কিনা, সেই বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।
ভিনদেশে লুকিয়ে ললিত মোদী
আইপিএল সহ একাধিক জায়গায় আর্থিক তছরুপে অভিযুক্ত লোলিত মোদী। বর্তমানে আইপিএলের প্রথম চেয়ারম্যান ভিনদেশে গা ঢাকা দিয়েছেন। এমনকী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে জনপ্রিয় করতে একাধিক আইন বহির্ভূত কাজও করেছিলেন। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর ভাই সমীর মোদীর বিরুদ্ধেও। যদিও তাঁকে এই মামলায় কখনই গ্রেফতার করা হয়নি।