রাশিয়ান পদ্ধতি ব্যবহারের মাধ্যমে নিজস্বভাবে তৈরি সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাশিওরড রিটালিয়েশন পরীক্ষা করল ভারতীয় বায়ুসেনা। রাশিয়ার এয়ার টু এয়ার মিসাইল সিস্টেমের আদলে তৈরী করা হয়েছে সারফেস টু এয়ার ক্ষেপনাস্ত্রটি।
একটি বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। ক্ষেনাস্ত্রটি তৈরী করা হলেও এই প্রথমবার এটিকে পরীক্ষা করা হল। ক্ষেপনাস্ত্রটি সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানিয়েছে বায়ুসেনা।
ক্ষেপনাস্ত্রটি পরীক্ষার সময় উপস্থিত ছিলেন বায়ুসেনার আইএএফের মেন্টেন্যান্স কমান্ড চিফ এয়ার মার্শাল বিভাস পাণ্ডে। সিরইয়ালাঙ্কার এয়ারবেসে উপস্থিত ছিলেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য অফিসাররাও।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আত্মনির্ভর ভারতের উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে ভারতের বায়ুসেনা। হ্যালের সঙ্গে যোগাযোগ রেখে বেসগুলিতে সুখোই ৩০ এবং মিগ ২৯ জেটগুলির সার্ভিস করার কাজ শুরু করেছে বায়ুসেনার মেন্টেন্যান্স টিম।৭ বিআরডি নামের একটি সংস্থার দ্বারা সমর ক্ষেপনাস্ত্রটি তৈরি করা হয়েছে। যার কেন্দ্র রাজধানী দিল্লিতে অবস্থিত।
Indian Air Force successfully testfires 'SAMAR' air defence missile system at Exercise Astrashakti
Read @ANI Story | https://t.co/5o01OEkkeS#IAF #IndianAirForce #SAMAR #AirDefence pic.twitter.com/ncK6HopoBa
— ANI Digital (@ani_digital) December 17, 2023