গুজরাটের বাজি কারখানায় বিস্ফোরণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায়(Banaskantha Firecracker Factory Blast) মৃতের সংখ্যা বেড়ে ২১। আশঙ্কাজনক ৬। ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। চলছে উদ্ধারকার্য। মঙ্গলবার, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গুজরাটের(Gujarat) বনাসকাণ্ঠা। ডীসা শহরের কাছে একটি বাজি কারখানায় প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধসে পড়ে গোটা কারখানা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। আহত হন ৪ জন শ্রমিক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১। বাড়ে আহতের সংখ্যাও। আহতদের প্রথমে ডীসা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেশকিছু জনকে ভর্তি করা হয় পালামপুর সিভিল হাসপাতালে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল,যার জেরে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২১

প্রসঙ্গত, সোমবার রাতে একইভাবে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনায়। পাথরপ্রতিমার ঢোলাহাটে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়। সেখানে বেআইনি ভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ।

 বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা, মৃতের সংখ্যা বেড়ে ২১