
দিল্লি, ১০ এপ্রিল: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) এক বিমান চালকের (Pilot Dies)। ২৮ বছর বয়সী ওই বিমান চালক সবে সবে বিয়ে করেছিলেন। বিয়ের পরপরই অকষ্মাৎ দুর্ঘটনায় চলে গেল ওই যুবকের প্রাণ। বিমান চালকের মৃত্যুর পর কোম্পানির তরফে বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়, তাঁদের কর্মীর মৃত্যুতে মর্মাহত তাঁরা। পরিবারকে সব ধরনের সাহায্য করার আশ্বাসও দেওয়া হয়। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সর্বতোভাবে মৃত বিমান চালকের পরিবারের পাশে রয়েছে বলেও জানানো হয়।
পাশাপাশি বিষয়টি নিয়ে যাতে কোনও ধরনের গুজব ছড়ানো না হয়, সে বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে আনবেদন জানানো হয়। সেই সঙ্গে এই কঠিন সময়ে মৃতের পরিবারকে যেন একা থাকতে দেওয়া হয় বলেও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আবেদন জানায়।