Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ৪ মার্চ: ইউক্রেনে (Ukraine) গুলিবিদ্ধ (Shot) এক ভারতীয় ছাত্র (Indian Student)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিভে (Kyiv) ওই ছাত্র গুলিবিদ্ধ হন। কয়েকদিন আগে কর্ণাটকের হাভেরির বাসিন্দা এক মেডিক্যাল পড়ুয়া খারকিভের সরকারি ভবনে বোমা বর্ষণে নিহত হয়েছিলেন।

ভারতীয় ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন অসামরিক বিমান চলাচল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভি কে সিং (General VK Singh)। বৃহস্পতিবার পোল্যান্ডের রজেসজো বিমানবন্দরে তিনি বলেন, "কিভেএকজন ছাত্রকে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে এবং তাঁকে অবিলম্বে কিভের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় দূতাবাস আগেই সাফ জানিয়ে দিয়েছিল যে সকলের কিভ ছেড়ে চলে যাওয়া উচিত। যুদ্ধের ক্ষেত্রে, বন্দুকের বুলেট কারও ধর্ম এবং জাতীয়তার দিকে তাকায় না।" আরও পড়ুন: Rod Marsh Died: প্রয়াত হলেন অস্ট্রেলিয়ান প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার রড মার্শ

ভারতীয় ছাত্ররা বর্তমানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে ভারতে নিরাপদে ফিরে যাওয়ার জন্য পোল্যান্ডের সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। চার কেন্দ্রীয় মন্ত্রী, হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেণ রিজিজু এবং জেনারেল ভি কে সিং ইউক্রেন সংলগ্ন দেশগুলিতে উদ্ধারকাজে তদারকি করছেন৷