Photo Credits: TW

গির সোমনাথ: রাম নবমীর দিন উসকানিমূলক বক্তব্য (Ram Navami Hate Speech Case) রাখার মাধ্যমে সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগ ছিল। এর জেরে পয়লা এপ্রিল গুজরাটের উনা এলাকায় সাম্প্রদায়িক অশান্তিও হয়। এই ঘটনায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে গুজরাটের হিন্দুত্ববাদী নেত্রী কাজল হিন্দুস্তানিকে (right-wing activist Kajal Hindusthani) জেলের (jail) সাজা শোনায় আদালত। তারপরে থানায় গিয়ে আত্মসমপর্ণও করেছিলেন বিতর্কিত ওই নেত্রী।  বৃহস্পতিবার সেই মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর ( Court Grants Bail) করল গুজরাটের (Gujarat) গির সোমনাথ জেলা আদালত (Gir Somnath District Court)।

নগর দায়রা আদালতের অতিরিক্ত সেশন জজ আর এম অসোদিয়া কাজল হিন্দুস্তানিকে ৫০ হাজার টাকা বেল বন্ডে জামিন দেওয়ার পাশাপাশি কিছু শর্তও আরোপ করেছেন। সেগুলি হল, তাঁকে প্রতি মাসে পুলিশের কাছে দুবার করে হাজিরা দিতে হবে এবং পাসপোর্ট জমা রাখার সঙ্গে সঙ্গে তিনি ভারতের বাইরেও যেতে পারবেন না।

কাজল হিন্দুস্তানির গ্রেফতারির পর তাঁকে উনার আদালতে তোলা হলে পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। তাই উনা আদালতের বিচারক হিন্দুত্ববাদী এই নেত্রীকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ২ এপ্রিল কাজল হিন্দুস্তানির বিরুদ্ধে দায়ের করা এফআইআরে গুজরাট পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ২৯৫-এ ধারায় তাঁকে অভিযুক্ত করেছিল। আরও পড়ুন: Modi Attacks Congress From Guwahati: 'আগের সরকার দেশের উন্নতিতে কৃতিত্ব নিতে পারছে না বলে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে', ভিডিয়োতে শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য