Gujrat Rathyatra Photo Credit: Twitter@ANI

দীর্ঘ দুমাসের প্রস্তুতি শেষে এসে পড়ল রথযাত্রা। আজ জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। বিপর্যয়ের ভ্রকুটিকে সরিয়ে গুজরাটের আহমেদাবাদে বহু ভক্তরা যোগদান করলেন রথযাত্রা উৎসবে। পুরী এবং কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার রথযাত্রার পর ভারতবর্ষের যে জায়গার রথযাত্রা বিখ্যাত এবং জনপ্রিয়, সেটি হল আহমেদাবাদের রথযাত্রা। এ বার এই রথযাত্রা ১৪৬ বছরে পড়ল।এখানকার জগন্নাথ মন্দির আহমেদাবাদের শহরের পুরোনো এলাকার জামালপুরে অবস্থিত। প্রায় ৪৫০ বছর আগে সাধু সরংদাসজি এই মন্দির প্রতিষ্ঠা করেন। আর এখানকার রথযাত্রা শুরু হয় ১৮৭৮ খ্রিস্টাব্দে। কথিত আছে, নরসিংহদাস নামে এক ব্যক্তিকে শ্রীজগন্নাথ স্বপ্নাদেশ দেন। এবং তার পরেই নরসিংহদাস এই রথযাত্রা শুরু করেন।

প্রতি বছরের মত  এ বছরও পাহিন্দ বিধি তথা রথের পথ প্রতীকী সাফ করে যাত্রার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। দেখুন রথযাত্রার প্রস্তুতির ছবি-