Rajnath Singh (Photo Credit: X)

দিল্লি, ৩০ মে: মাসুদ আজাহার (Masood Azhar) এবং হাফিজ় সইদকে (Hafiz Saeed) ভারতের (India) হাতে তুলে দিক পাকিস্তান (Pakistan)। এবার এমনই মন্তব্য করলেন রাজনাথ সিং (Rajnath Singh)। আইএনএস বিক্রান্তের একটি অনুষ্ঠানে হাজির হয়ে রাজনাথ সিং বলেন, পাকিস্তানকে বুঝতে হবে সন্ত্রাসবাদ একটি মারণ খেলা। স্বাধীনতার পর থেকে পাকিস্তান সন্ত্রাসবাদের মত যে মারণ খেলায় মেতে উঠেছে, এবার তা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন রাজনাথ সিং।

এসবের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সব সময় জ়িরো টলারেন্স নিয়েছে বা নেবে। তাই সন্ত্রাসবাদকে কখনও ভারত বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানান রাজনাথ। সন্ত্রাসবাদ নির্মূল করতে ভারত যে কোন পদক্ষেপ নিতে পারে, তা পাকিস্তান কল্পনাও করতে পারবে না বলেও মন্তব্য করতে শোনা যায় রাজনাথ সিংকে।

আরও পড়ুন: PM Narendra Modi On New India: কয়েক মিনিটে পাকিস্তানের বিমান ঘাঁটি গুঁড়ো করে দেওয়া হয়েছে, এটাই নতুন ভারতের শক্তি, বললেন মোদী

সন্ত্রাসবাদকে যাতে গোড়া থেকে নির্মূল করা যায়, সেই প্রচেষ্টা পাকিস্তানকে করতে হবে বলেও মন্তব্য করেন রাজনাথ সিং। এসবের পাশাপাশি অপারেশন সিঁদূর শুধু ভারতের সেনা বাহিনীর জয় নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে পদক্ষেপ, তার প্রতিবিম্ব বলে মন্তব্য করেন রাজনাথ।