Rajasthan Video (Photo Credit: ANI/X)

জয়পুর, ১২ মে: ভারত, পাকিস্তানের (India-Pakistan Tension) উত্তেজনার মাঝে রাজস্থানের (Rajasthan) একাধিক জায়গাও অন্ধকার করে দেওয়া হয়। জয়সলমীর (Jaisalmer) থেকে বারমেঢ়, একাধিক জায়গা সম্পূর্ণ  ব্ল্যাকআউট করে দেওয়া হয়। জলসয়মীরে যাতে কোনওভাবে উত্তেজনা না ছড়ায়, তার জন্য জয়সলমীর জুড়ে মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয় প্রশাসনের তরফে। চরম উত্তেজনার মাঝে শনিবার বিকেল ভারত, পাকিস্তানের মাঝে শুরু হয় সংঘর্ষ বিরতি। ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হলেও, দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি মোতায়েন করা হয়। বিমানবন্দরগুলি এখনও খোলা হয়নি। এর মাঝেই এবার জয়সলমীর থেকে এমন একটি ভিডিয়ো উঠে এল, যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

পুলিশ জয়সলমীর থেকে উদ্ধার করে এক রহস্যজনক বস্তু। যা ফাটিয়েও দেওয়া হয়। যেখানে রাজস্থান পুলিশ জয়সলমীর থেকে  ওই রহস্যজনক বস্তু উদ্ধার করে তা ফাটালে, সেই ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে আদতে ওই বস্তুটি কী, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Indian Army's Video: বিহার রেজিমেন্ট থেকে রাজপুতনা রাইফেলস, ভারতীয় সেনা বাহিনীর হুঙ্কারে তটস্ত শত্রু দেশ, দেখুন ভাইরাল ভিডিয়ো

দেখুন জয়সলমীরে কী হল...